গাজীপুরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

0
228
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর নগরীতে রান্নাঘরে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন। ইসলামপুর এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পারিচালক মো. আক্তারুজ্জামান জানিয়েছেন। নিহতরা হলেন শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। নিহত দম্পতি স্থানীয় রেনেসা এপারেলস নামের পোশাক কারখনায় যথাক্রমে কোয়ালিটি ইন্সপেক্টর ও অপারেটর ছিলেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ইসলাম মাহমুদের ভাড়া বাড়িতে তাদের বসতঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন মনিরা। রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রচÐ বেগে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। আক্তারুজ্জামান বলেন, মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুনে টিনশেড ঘর ও ঘরের সব মালামাল পুড়ে গেছে। ঘরে থাকা শিশু ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানান এই ফায়ার কর্মকর্তা। আগুন ওই ঘরের বাইরে ছড়াতে না পারায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here