Daily Gazipur Online

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়লো এক বাড়ির ৮টি ঘর

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মুলাইদ গ্রামে রোববার সকালে আগুনে একটি বসতবাড়ির আটটি ঘর পুড়ে গেছে।
বাড়ির মালিক মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে শ্রীপুর পৌরসভার হিসাব সহকারী মোজাম্মেল হক জানান, বাড়ির ভেতরে রান্নার কাজের ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই বাড়িটিতে আগুন লাগলে আটটি ঘরের যাবতীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
শ্রীপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ জানান, সকালে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওই বাড়ির আটটি কক্ষে আগুন ধরে যায়।
এতে ঘরগুলোর যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।