গাজীপুরে চাঞ্চল্যকর ইঞ্জিনিয়ার কাইয়ুম হত্যা মামলার আসামী গ্রেফতার

0
245
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার কাইয়ুম হত্যা মামলার প্রধান আসামি মো. আঞ্জুমান ওরফে আঞ্জুকে গ্রেপ্তার করেছে র‌্যাব । সোমবার দিবাগত রাতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আঞ্জুমান ওরফে আঞ্জু টাঙ্গাইলের মীর দেওহাটা গ্রামের মো. সবুর মিয়ার ছেলে।
র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গত ৯ মার্চ জাতীয় উদ্যানের সামনে ইঞ্জিনিয়ার আ. আব্দুল কাইয়ুমকে হত্যা করা হয়। পরে খবর পেয়ে ১৩ মার্চ ওই এলাকা থেকে অর্ধ-গলিত অবস্থায় অজ্ঞাত পরিচয় হিসেবে তার মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর থানার পুলিশ। এ বিষয়ে সদর থানায় ১৬ মার্চ একটি হত্যা মামলা দায়ের করা হয়। ক্লুলেস এই মামলায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‌্যাব।
এরই ধারাবাহিকতায় গত ০৮ এপ্রিল রাতে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে কাইয়ুম হত্যা মামলায় একমাত্র আসামি আঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আঞ্জু জানায়, ইঞ্জিনিয়ার কাইয়ুমের কাছ থেকে নেয়া নগদ ৯ লাখ টাকা আত্মসাৎ করার জন্য পরিকল্পিতভাবে মালয়েশিয়া হতে বাংলাদেশে আসে মঞ্জু। পরে গত ০৯ মার্চ তাকে ঢাকার বসুন্ধরা এলাকা থেকে গাজীপুরের জাতীয় উদ্যান এলাকায় ঘুরতে নিয়ে আসে। এক পর্যায়ে ভিকটিমকে ছবি তোলার কথা বলে গাছের সাথে দাঁড় করিয়ে পিছন দিক থেকে গলা টিপে ধরে মঞ্জু। ভিকটিম মাটিতে পড়ে গেলে তার গলা টিপে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে কেউ যাতে চিনতে না পারে সে জন্য ভিকটিমের মুখে এসিড ঢেলে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here