

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের টঙ্গী ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামাল হোসেনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাকে রাজধানীর তুরাগ থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় রোববার ঢাকা সিএমএম আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মওদুদ হাওলাদার।
জানা গেছে, গত শনিবার রাত ১১টায় টঙ্গী বড় দেওড়া পরানমন্ডলের টেকের বাড়ি থেকে সাদা পোশাকের পুলিশ কামাল হোসেনকে তুলে নিয়ে যায়। কামাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমপন্থী হিসেবে পরিচিত। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান দলের মনোনয়ন পাওয়ার পর কামাল হোসেন প্রকাশ্যে নৌকার ব্যাজ ধারণ করলেও গোপনে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের টেবিল ঘড়ি প্রতীকের পক্ষে কাজ করার অভিযোগ উঠে। এদিকে কামালকে গ্রেফতারের ঘটনায় জাহাঙ্গীরপন্থী আওয়ামী লীগ নেতাকর্মীরা নড়েচড়ে বসেছেন। তবে তার গ্রেফতারের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। কামালের গ্রেফতারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। অনেকেই কামালকে আওয়ামী লীগের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা উল্লেখ করে এ গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ তার গ্রেফতারে দুঃখ প্রকাশ করলেও ‘দুই নৌকায় পা দিলে পরিণতি এমনই হয়’ বলেও মন্তব্য করেছেন।
এদিকে জায়েদা খাতুনের প্রধান নির্বাচন সমন্বয়ক সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম গত শনিবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার মা’র টেবিল ঘড়ি প্রতীকের নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়া ছাড়াও তাদের কর্মী-সমর্থকদের গ্রেফতারসহ বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেয়া হচ্ছে। টেবিল ঘড়ি প্রতীকের এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে। ডিবি পুলিশ পরিচয়ে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদের অনেকেরই কোনো হদিস পাওয়া যাচ্ছে না। গাজীপুর থেকে গ্রেফতার করে বিভিন্ন জেলার কারাগারে নিয়ে রাখা হচ্ছে।
এদিকে গত শনিবার রাতে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা সরকার, ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেলকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার পর তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। এর আগে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরিফ হোসেন হাওলাদারকে আটক করে পুলিশ এবং মহানগর বিএনপির সদস্য সচিব মো. শওকত হোসেন সরকার, মহানগর বিএনপি নেতা মাহবুবুল আলম শুক্কুর, জিএস জিয়াউল হাসান স্বপনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাসায় কয়েক দফায় তল্লাশি চালায় পুলিশ। গাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদার পক্ষে তারা ভূমিকা রাখতে পারেন এমন আশঙ্কা থেকেই এ ধরপাকড় ও তল্লাশি চলছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেন। এদিকে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এতে অনেকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। অনেকে বলছেন, ‘খেলা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ।’ অথচ হয়রানি করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে।






