Daily Gazipur Online

গাজীপুরে ট্রেন থেকে ফেলে দু’জনকে হত্যা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মঙ্গলবার রাতে ট্রেন থেকে ফেলে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঢাকা ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ পাশে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেস টেন থেকে তাদেরকে ফেলে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানায়। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।
রেলওয়ে পুলিশ বুধবার সকালে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সুর্বত এর সত্যতা নিশ্চিত করেছেন।