Daily Gazipur Online

গাজীপুরে ডিপ্লোমা সার্ভেয়ারদের ২য় দিনে কর্মবিরতি ও অবন্থান ধর্মঘট

মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর: সরকারের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর পরিদপ্তর ও সংস্থায় ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী সার্ভেয়ার/সমমান পদে কর্মরতদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের ন্যায় বেতন স্কেল ১০ম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২য় দিনে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থা ধর্মঘট পালন করছেন গাজীপুরে কর্মরত বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস ছাত্তার এল,এ, শাখা, মোহাম্মদ সালাহউদ্দিন কালিয়াকৈর, মোঃ আবুল কালাম আজাদ, এস,এ শাখা, মোঃ রফিকুল ইসলাম টঙ্গী রাজস্ব সার্কেল, মোঃ মামুনুর রশিদ শ্রীপুর, মোঃ সাজ্জাদ হোসেন সড়ক বিভাগ, মোঃ আল মেহেদী হাসান এলজিইডি, মোঃ জাহাঙ্গীর আলম এম,এ শাখা, মোঃ অলিউল্লাহ সদর, মোঃ ফারুক আহমেদ কাপাসিয়া ও ওমর ফারুক সেটেলমেন্ট অফিস গাজীপুর।