গাজীপুরে নারী ব্যাংক কর্মকর্তাসহ দুই জনের আত্মহত্যা

0
130
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর পৃথক স্থানে নারী ব্যাংক কর্মকর্তা তানিয়া আক্তার (২৬) ও সজীব (১৯) নামের দুই ব্যাক্তি আত্মহত্যা করেছেন। বুধবার সকালে এক ঘণ্টার ব্যবধানে স্থানীয় শৈলারগাতি ও মরকুন এলাকায় এসব ঘটনা ঘটে। পুলিশ উভয়ের লাশ উদ্ধার করেছে।
তানিয়া আক্তার নরসিংদীর সদরের বাদুয়ারচর গ্রামের কাজল মিয়ার মেয়ে এবং সজীব নেত্রকোনার পূর্বধলা থানার ধলা যাত্রাবাড়ি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সপরিবারে তানিয়া শৈলারগাতি এলাকার হক সাহেবের বাড়ির ভাড়া বাসায় বাস করতেন। টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের কর্মকর্তা ছিলেন তিনি। বেলা ১১টার দিকে ব্যাংক থেকে বাসায় ফিরে এসে রুমের দরজা বন্ধ করে দেন তানিয়া।
কিছুক্ষণ পরে তার মা রুমের সামনে এসে দরজা বন্ধ দেখে কাঁচের গ্লাসের ফাঁক দিয়ে তানিয়াকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস পড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে তার রুমে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সস্ত্রীক মরকুন জয়নাল হাওলাদারের বাড়ির ভাড়া বাসায় থাকত সজীব। সে পেশায় একজন রাজমিস্ত্রী। সকাল ১০টায় তার স্ত্রী লিমাকে বসতঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ দেখে তার স্ত্রী বিকাল পৌনে ৪টার দিকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে জানালার গ্রীলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস পড়ে সজীবকে ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়ের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here