Daily Gazipur Online

গাজীপুরে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার( ভিডিও )

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ ব্যবসায়ীর লাশ দুই দিন পর রোববার উদ্ধার করা হয়েছে। নিহতের নাম খলিলুর রহমান নিলু (৪৮)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন পূর্ব আরিচপুরের মদিনা পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ডুবুরিদলের সদস্যরা জানান, শুক্রবার সকালে টঙ্গীর ’৮৯ ব্যাচের (এসএসসি) ৩০ জন সহপাঠী নৌকা ভ্রমণের উদ্দেশ্যে টঙ্গী নদীবন্দর থেকে যাত্রা শুরু করেন। তারা একটি ছোট লঞ্চ নিয়ে ভ্রমণকালে দুপুরের খাবারের পরপর গাজীপুরের বেলাই বিলের মাঝামাঝি কামারিয়া-পুনসহি এলাকায় লঞ্চটির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে বিলম্ব হওয়ায় নিলু গোসল করতে লঞ্চ থেকে পানিতে নামেন এবং তার সহকারী ইসমাইলকে ছবি তোলতে বলেন এসময় সকলের অনুরোধে নিলু নৌকায় ওঠে আসে।

নিলুর দেখাদেখি লাকী ও দুলাল গোসল করতে লঞ্চ থেকে পানিতে নেমে সাতরিয়ে লঞ্চ থেকে অনেক দুর চলে গেলে তারা লঞ্চে উঠতে পারছিলেন না। এসময় সকল বন্ধুরা কান্না কাটি ও উচ্চস্বরে আসপাশের নৌকা ও লোকজনকে ডাকাডাকি শুরু করে। এসময় বন্ধু কাওসার ও শাহ আলম বাবু তাদের উদ্ধার করতে পানিতে নামে, কাওসার ও বাবু কিছুদূর গিয়ে আর যেতে সাহস পাচ্ছিল না, সেখান থেকে তারা ফেরত আসে। লাকী ও দুলালকে উদ্ধারের জন্য লগ্গি ( বাঁশ) পাঠালে,বাঁশকে আকরিয়ে ধরে রাখলে,ছোট একটি নৌকা এসে লাকী ও দুলালকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে। এসময় নিলু হঠাৎ করে পুনরায় পিছন থেকে পানিতে নেমে সাঁতরিয়ে কিছু দূর যাওয়ার পরে লঞ্চে উঠতে পারছিলেন না, এ অবস্থা দেখে বন্ধুরা তার জন্য লঞ্চের সিঁড়ি পাঠায় সিঁড়ি ধরতে পারছিলনা নিলু। আপরদিকে লাকী ও দুলালকে উদ্ধারকারী নৌকাটি পুনরায় নিলুকে উদ্ধার করতে যেতে যেতে নিলু পানিতে তলিয়ে যায়।