

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের সুলতান মার্কেট এলাকায় এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ তৈয়ব আলী এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আব্দুস সাত্তার বিপ্লবী।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ শাহআলম বকশী। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবো।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সিনা নুরুল ইসলাম মামুন (মহানগর অফিস সেক্রেটারী),
মোঃ শফি উদ্দিন (গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারী)।এসময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন এবং জনগণের অধিকার নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ নুরুজ্জামান ফকির ( থানা সেক্রেটারী),মোঃ সোহেল পাঠান (এসিস্ট্যান্ট সেক্রেটারি), আবু নছর ( আইন,পাঠাগার ও শিক্ষা বিষয়ক সম্পাদক), আরো ছিলেন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণও অনুষ্ঠানে ব্যাপকভাবে উপস্থিত ছিল।
