Daily Gazipur Online

গাজীপুরে পঙ্গু মুক্তিযোদ্ধার সরকারিভাবে বসতবাড়ি নির্মাণের আবেদন

মোঃ বায়েজীদ হোসেন : একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী পঙ্গু মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী তার অসহায়ত্বের বিষয়টি বিবেচনা করে সারকারি ভাবে একটি বসতবাড়ী নির্মাণ করে দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আকুল আবেদন জানিয়েছেন। আজ ৩০ অক্টোবর বুধবার সকালে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান স্ত্রী ও নাবালক স্কুল পড়–য়া তিন সন্তান নিয়ে তিনি বর্তমানে কায়ক্লেশে জীবন যাপন করছেন। স্বাধীনতার পর থেকে তিনি সরকারি খাস জমিতে একটি টিনের ঘর নির্মাণ করে কোন রকমে জীবন যাত্রা নির্বাহ করছেন। তিনি একজন ভ‚মিহীন ব্যক্তি। তার ছেলে-মেয়েরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে। সরকারি ভাবে মুক্তিযোদ্ধাদের জন্য যে ১২ হাজার টাকা ভাতা প্রদান করা হয় তা ছাড়া তার আয়ের কোন উৎস নাই। ছেলে-মেয়েরা ও সবাই অপ্রাপ্ত বয়স্ক। বর্তমানে উক্ত ১২ হাজার টাকা দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালানোসহ সংসার চালানোর তার জন্য সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি জমিতে সরকারি খরচে বসতবাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এমন একটি কল্যাণকর উদ্যোগের জন মাননীয় প্রধান মন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান। উক্ত সিদ্ধান্তের আলোকে তার পরিবারের জন্য সরকারি জমিতে সরকারি খরচে একটি বসতবাড়ি নির্মাণ করে দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানান। সংবাদ সম্মেলনে তার স্ত্রী আয়েশা আক্তার, ছেলে নুর মোহাম্মদ আশিক, মেয়ে নুরজাহান আক্তার হাসি ও নুরুন্নাহার আক্তার মিম উপস্থিত ছিলেন।