Daily Gazipur Online

গাজীপুরে পুকুর রক্ষাবাধে দূর্নিতি

মোঃ বায়েজীদ হোসেন: গাজীপুর মহানগরির ২৯ নং ওয়ার্ডের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে সরকারি খাস পুকুরটি রাস্তার পাশে হওয়ায় রাস্তা রক্ষার জন্য পুকুরের পাশে যে প্যালাসিটিং নির্মাণ কাজ শুরু করেছে তা সঠিক ভাবে না করার কারনে নির্মাণকালেই তা ভেঙে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, এ সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ভূমি খেকোরা পুকুরের পূর্ব পাশে বেআইনি ভাবে পুকুরে মাটি ও বালু ফেলে পুকুরটি ভরাটের কাজ শুরু করেছে। অন্যদিকে একি ভাবে মহানগরীর বিভিন্ন এলাকায় সরকারী খাস পুকুর ভরাট করার পায়তারা করছে পুকুর খেকোরা। বিষয়টির দিকে কর্তৃপক্ষ এখুনি নজর না দিলে আগামী কয়েক বছরের মধ্যে গাজীপুর মহানগরীসহ জেলার সকল পুকুরই পুকুর খেকোরা বালি ও মাটি দিয়ে ভরাট করে দখল করে নেবে।