

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে পুলিশী বাধায় বিএনপির পদযাত্রা পদসমাবেশে রূপ নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহানগর বিএনপি নেতাকর্মীরা পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচির আয়োজন করে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কর্মসূচি সফল করতে নগরীর রাজবাড়ি রোডের দলীয় কার্যালয়ের সামনে সমবেত হন নেতাকর্মীরা ।
এ সময় পুলিশ বিএনপি দলীয় কার্যালয় কয়েক স্তরের বেষ্টনী দিয়ে অবস্থান নেয়। পুলিশের এ বেষ্টনী ভেদ করে পদযাত্রা বের হতে চাইলে পুলিশ মারমুখো হয়ে উঠে। অবশেষে পুলিশের বাধায় বিএনপির এ পদযাত্রার কর্মসূচি পদসমাবেশে রূপ নেয়।
এ সময় পুলিশের বেষ্টনীর সামনে গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র সদস্য মীর হালিমুজ্জামান ননির সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব মো: শওকত হোসেন সরকারের সঞ্চালনানায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতা আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, মো: সুরুজ আহমেদ, আ ক ম মোফাজ্জল হোসেন চেয়ারম্যান, মাহাবুবুল আলম শুক্কুর, হাসান আজমল ভূঁইয়া, অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম খান বিকি, মো: আব্দুর রহিম খান কালা, প্রভাষক বশির উদ্দিন, মো: মনিরুল ইসলাম, মো: মনিরুল ইসলাম বাবুল, খন্দকার আলী হোসেন, মো: সাইফুল ইসলাম টুটুল, মো: শফিউদ্দীন শফি, মোহাম্মদ তানভীর সিরাজ, এইচ এম সিরাজ, মো: ইদ্রিস আলী, মো: সাজেদুল ইসলাম, মো: শাহাদাত হোসেন শাহিন, মাহমুদ হাসান রাজু, গাজী সালাহ উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দিন, মো: আসাদুজ্জামান নূর, মোহাম্মদ দেলোয়ার হোসেন, জি এস অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোহাম্মদ আক্তার হোসেন, মো: আব্দুর রহিম মাতাব্বর, মো: বাবুল হোসেন, মোহাম্মদ আতাউর রহমান, মো: মোস্তফা জামান খোকন, মো: খোকন বিশ্বাস, সিরাজুল ইসলাম সাথী, রুহানুজ্জামান শুক্কুর, মাহমুদ হাসান মিরন প্রমুখ।
পুলিশি বাধার মুখে পদযাত্রা করতে না পেরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ নীরব পদযাত্রা কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে। এই সরকারের পায়ের তলায় মাটি নেই বলেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা প্রয়োগ করছে।
এদিকে বিএনপির এসব কর্মসূচিকে কেন্দ্র করে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসের অদূরে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়। এ সময় তারা আওয়ামী লীগ ও বিএনপি অফিসের মাঝামাঝি রাজবাড়ি রোডের কেবির মার্কেট বরাবর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তাৎক্ষনিক ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারিরা দিগ্বিদিক ছুটাছুটি শুরু করে।
গাজীপুর মেট্রো সদর থানার অফিসার্স ইনচার্জ জিয়াউল ইসলাম জানান, দু‘দলের পান্টাপাল্টি কর্মসূচির ফলে পরিবেশ একটু উত্তপ্ত ছিল। ফলে পরিবেশ শান্ত রাখতে কাউকেই সড়কে নামতে দেয়া হয়নি। তিনি ককটেল বিস্ফোরণের বিষয়ে অবগত নন বলে দাবি করেন।






