Daily Gazipur Online

গাজীপুরে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা কমিটি গঠন

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ঃ গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২১-২০২৩ ত্রি-বার্ষিক কমিটির গঠন হয়েছে।
সুস্থ্য দেহ সুস্থ্য মন গড়তেই এ সংগঠনের শ্লোগানকে সামনে রেখে ২৭ ফেব্রুয়ারি শনিবার বিকালে গাজীপুর টাউনের মারকাজ রোডস্থ সাহাবুদ্দীন মার্কেটে এসোসিয়েশনের কার্যালয়ে কার্যনির্বাহী সাধারণ সভার মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা কমিটি গঠন হয়েছে।
উক্ত কমিটিতে সেন্টাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর চেয়ারম্যান বীর মক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমানকে সভাপতি ও গ্রীণ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব এর স্বত্তাধিকারি মোঃ ইসমাইল মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ডাঃ খান মোঃ শরীফ (শরীফ জেনারেল হাসপাতাল প্রাঃ লিঃ), সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম (সুলতান জেনোরেল হাসপাতাল), সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান পলাশ (রওনক জাহান চক্ষু হাসপাতাল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন বাবুল (জোবাইদা হাসপাতাল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুর ইসলাম মিলন (কালিয়াকৈর সেন্টাল হাসপাতাল), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান (জায়েদা মাল্টিকেয়ার হাসপাতাল), সাংগঠনিক সম্পাদক এড. মোঃ হারুন অর রশিদ বাদল (সেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), সহ-সাংগঠনিক সম্পাদক আহমেদুল কবির বুলবুল (আবেশমনি ডায়াগনস্টিক সেন্টার), অর্থ সম্পাদক ডাঃ অভিজিৎ চন্দ্র পাল (লাইফ ডেন্টাল হেলথ্ এন্ড ডায়াগনস্টিক সেন্টার), দপ্তর সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম (ডিজিটাল হসপিটাল), তথ্য ও প্রচার সম্পাদক শামসুল হক পারভেজ (হলিক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার), পরিবেশ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম (ফাস্ট আই হাসপাতাল), ধর্ম সম্পাদক মোঃ আফসার উদ্দিন (পুবাইল ডায়াবেটিক সমিতি), স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ সুকদেব পাল (মা ডায়াগনস্টিক ল্যাব), কার্যকরী সদস্য ডাঃ মোঃ রাশেদুল হাসান রানা (জালাল উদ্দিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার), কার্যকরী সদস্য মোঃ হাবিবুর রহমান (হাবিব ডায়াগনস্টিক ও ডায়াবেটিক সেন্টার), কার্যকরী সদস্য ফুলচাঁন মন্ডল (মন্ডল ডায়াগনস্টিক ল্যাব), কার্যকরী সদস্য মোঃ সিরাজুল ইসলাম (এলিট কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব) ও কার্যকরী সদস্য এম এন আহসান ইসমাইল (সালমা ক্লিনিক এন্ড মেডিকেল সার্ভিসেস)।