Daily Gazipur Online

গাজীপুরে বন্ধু-৯১ এস.এস.সি’র মিলন মেলা অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ হোসেন : প্রাণের টানে মিলবো মোরা ঐকতানে এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ১৩ নভেম্বর দিনব্যাপী গাজীপুরে ফাওগাইন এলাকায় জলেশ্বরী রিসোর্টে এই মহামিলন মেলা অনুষ্ঠিত হয়। গাজীপুরের বিভিন্ন স্কুলের ১৯৯১ সালের এসএসসি পাশ নারীসহ মোট ১৮০ জন উক্ত মিলন মেলায় অংশ গ্রহন করেন। সকালে পবিত্র কোরআন তাওলাত ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মিলন মেলায় অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বন্ধুরা ছুটে আসেন আনন্দ ভাগাভাগি করার জন্য। দীর্ঘ ২৯ বছর পর গাজীপুর বন্ধু-৯১ ফেসবুক ম্যাচেঞ্জার গ্রæপ-এ মিলন মেলার আয়োজন করেন। মিলন মেলার অনুষ্ঠান সূচীর মধ্যে ছিল সকল বন্ধুদের মাঝে পরিচিতি পর্ব, টি-শার্ট বিতরণ, চা-চক্রের আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল-ড্র। মিলন মেলায় অংশ নেওয়ার জন্য ছুটে আসেন ৯১ এসএসসির বন্ধু গাজীপুর উকিল বারের সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. জাকির হোসেন, কাউন্সিলন হান্নান মিয়া হান্নু, ডাক্তার, প্রকৌশলী, পুলিশ, সাংবাদিক, নির্বাচন কমিশনারসহ নাম না জানা অনেক বন্ধু। দুপুরের পরে শুরু হয় কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গাজীপুর বন্ধু-৯১ মিলন মেলার বন্ধু গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোঃ হান্নান মিয়া (হান্নু) জেমসের দু-টি গান পরিবেশন করে উপস্থিত সকল বন্ধুদের মাতিয়ে তুলেন। গাজীপুর বন্ধু-৯১ মিলন মেলার আহবায়ক মোঃ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর বন্ধু-৯১ এর বন্ধু এ্যাড. হাবিবুর রহমান, হোসেন, মোঃ সাইদুজ্জামান সোহেল, মোঃ মাহমুদুর রহমান পলাশ, মোঃ রহুল আমিন, আমিনুল ইসলাম, পীযুষ সাহা, মোঃ জিল্লুর রহমান বাবু, আজহারুল ইসলাম পলাশ, ডাঃ আসাদুজ্জামান আকাশ প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের আহবায়ক মোঃ মোসলেম উদ্দিন বলেন, শুরু থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে এমন একটি সুন্দর মিলন মেলা উপহার দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যে সকল বন্ধুরা এবারের মিলন মেলায় অংশ গ্রহন করতে পারে নাই তাদের সকলকে নিয়ে আগামীতে আরও বড় ধরনের মিলন মেলার আয়োজন করবো। তবে আমার সকল বন্ধুদের সহযোগিতা লাগবে। পরে সন্ধ্যা রাফেল-ড্র এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।