গাজীপুরে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

0
73
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর নগরীর কোনাবাড়ীতে বাসের চাপায় অটোরিকশায় এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই দম্পতির দুই সন্তানসহ বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী উড়ালসড়কের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, টাঙ্গাইল কালিহাতি উপজেলার ঘোড়িয়া এলাকার আনসার আলীর ছেলে নাজমুল হোসেন (৩৩) ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিন এবং অটোরিকশাচালক সিরাজগঞ্জের কামারখন্দ থানার চন্ডিপুর গ্রামের হিরা সরকারের ছেলে জুয়েল সরকার (২৫)।
আহতদের মধ্যে নাজমুল-ফরিদা দম্পতির ছয় বছরের মেয়ে ও এক বছরের ছেলে রয়েছে। তাদের নাম জানা যায়নি। এ ছাড়া কোনাবাড়ী এলাকার এনামুল ইসলাম (৩০), মানিকগঞ্জ জেলার ধামরাইয়ের অজিত চরণ (৪৫) ও তার বাবা গঙ্গাচরণ (৮০) আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি অটোরিকশা উল্টো পথে আসছিল। এ সময় তাকওয়া পরিবহণের একটি যাত্রীবাহী বাস গাজীপুর চৌরাস্তা থেকে চন্দ্রার দিকে আসছিল। কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহত হয় ব্যাটারি চালিত যানটিতে থাকা সবাই।
নিহত নাজমুল হোসেনের চাচাতো ভাই শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ভাই, ভাবী ও তাদের সন্তানদের টাঙ্গাইল মেডিকেলে নেওয়া হচ্ছিল। রাস্তায় ভাই ও ভাবী মারা যান। তাদের দুই সন্তানকে টাঙ্গাইল মেডিকেলে ভর্তি করা হয়েছে।
তিনি আরও বলেন, নাজমুল-ফরিদা দুই সন্তানকে নিয়ে সকালে টাঙ্গাইলে বাড়িতে আসার জন্য অটোরিকশায় করে কোনাবাড়ী দিকে যাচ্ছিলেন। তারা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অ্যাম্বুলেন্স চালক সুমন বলেন, কোনাবাড়ী হাসপাতালের সামনে থেকে পাবলিক আমাকে ডেকে নিয়ে গাড়িতে তুলে দেয়। তাদের মধ্যে স্বামী-স্ত্রী মারা গেছে। টাঙ্গাইল সদর হাসপাতালে তাদের এক মেয়ে ও ছেলে সন্তানকে ভর্তি করা হয়েছে। পরে ঠিকানা খুজে ওই স্বামী-স্ত্রী লাশ বাড়িতে দিয়ে আসছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here