ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর বিএনপির এক নেতাকে ফুটবল টুর্নামেন্টের অতিথি করায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বুধবার বিকালে গাজীপুর মহানগরীর ২২নং ওয়ার্ডের রোভার পল্লী ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাউপাড়া ও বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুকে প্রধান অতিথি করায় ক্ষুব্ধ হয় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল করিম রনির সমর্থকরা। তারা নিজেদের ছাত্রদলের নেতাকর্মী পরিচয়ে মুখে কালো কাপড় বেঁধে বুধবার দুপুরে রোভার পল্লী ডিগ্রি কলেজ রোডে ৮-১০টি মোটরসাইকেল বহর নিয়ে ত্রাসের সৃষ্টি করে।
মোটরসাইকেল আরোহীরা হর্ণ বাজিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোটা বহন করায় এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ওই যুবকরা দুই রাউন্ড গুলি ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এদিকে অস্ত্রের মহড়া দেখে ওই এলাকার সব দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, রোভার পল্লী ডিগ্রি কলেজে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হবে- এমন খবরে নিজেদের প্রভাব ও আধিপত্য বিস্তার করতে এবং তাদের নেতাকে বাদ দিয়ে পাপ্পু সরকারকে অনুষ্ঠানে প্রধান অতিথি করায় ওই যুবকরা ছাত্রদলের কর্মী পরিচয়ে অস্ত্রের মহড়া দেয়।
কলেজের শিক্ষার্থী রায়হান কাজী বলেন, মোটরসাইকেল মহড়া দেখে ওই এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তারা সবাই মুখে কালো কাপড় বেঁধে দেশীয় অস্ত্র বহন করছিল।
ওই এলাকার ব্যবসায়ী মানিক বলেন, মোটরসাইকেল আরোহী যুবকরা দেশীয় অস্ত্র বহন করছিল। এ সময় স্থানীয়রা দুই রাউন্ড গুলির শব্দ শুনেছে।
সদর মেট্রো থানার ওসি আরিফুল রহমান জানান, বৃহস্পতিবার সকালে বিষয়টি আমি জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়া, এলাকায় আতঙ্ক
