
ডেইলি গাজীপুর প্রতিবেদক : সরকার ঘোষিত বিধি-নিষেধে মঙ্গলবার (২২জুন) সকালে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার ও আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশের তৎপরতায় বন্ধ হয়ে যায় এসব যানবাহন।
এলাকাবাসী জানায়, বিধি-নিষেধের কারণে গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে বিপাকে পড়ে কর্মস্থলে যাওয়া অনেক কারখানা শ্রমিকরা। তাদের অনেকে স্বাস্থ্য বিধি না মেনে মহাসড়কের পাশে গাড়ির জন্য জটলা করতে থাকেন। সাধারণ মানুষ মানছেন না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি।
সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, জয়দেবপুর, মাওনা চৌরাস্তা ও টঙ্গীসহ বিভিন্ন এলাকায় গাড়ির অপেক্ষায় মানুষ ভিড় জমায়। তাদের অনেকেই স্থানীয় কল-কারখানার শ্রমিক-কর্মচারী। মহাসড়কে দূরপাল্লা ও আঞ্চলিক সড়কে বাস চলাচল বন্ধ থাকলেও কিছু সিএনজি চালিত অটোরিকশা ও ইঞ্জিন চালিত অটোরিকশা চালকদের অধিক ভাড়ায় যাত্রী বহন করছে।
শ্রীপুরে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, সকালে কিছু নাইট কোচ যাত্রী নিয়ে চলে যায়। পরে যে গাড়ি এসেছে সেগুলো থামিয়ে যাত্রী নামিয়ে দেওয়া হয়েছে। ময়মনসিংহ-গাজীপুরের সীমান্তবর্তী জৈনা বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে সেখান থেকে গাজীপুরগামী সব গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক জানান, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু নাইট কোচ ছেড়ে দেওয়া হলেও পরে সকল যানবাহন বন্ধ রাখা হয়েছে। তবে সকালে অফিসগামী কিছু যাত্রী নিয়ে অটোরিকশা চলার কথা তিনি স্বীকার করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, মঙ্গলবার থেকে গাজীপুরে ৯দিনের কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। সে লক্ষ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শহরের প্রবেশদ্বারগুলোতে চেকপোষ্ট বসিয়ে যান চলাচল ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে। সকল প্রকার গণপরিবহন বন্ধ রয়েছে।






