Daily Gazipur Online

গাজীপুরে বিপুল পরিমান গাঁজাসহ কুখ্যাত ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সানাউল্লা স্বপন: র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প কর্তৃক ভোগড়া বাইপাস এলাকা হতে ৩৪.৫০০ কেজি গাঁজা, নগদ ৯,৮২০/- টাকা, ০২ টি মোবাইল ফোন এবং ০১টি নোহা মাইক্রোবাস সহ কুখ্যাত ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
জানাযায়,র‌্যাব-১, স্পেশালাজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ২৫ এপ্রিল ২০১৯ তারিখ বেলা অনুমান ১০.৩০ টা সময় হবিগঞ্জ এলাকা হতে একটি মাইক্রোবাস যার রেজিঃ নং-(ঢাকা মেট্রো-চ, ১৩-৪৯৪৬) এ করে ০২ জন মাদক ব্যবসায়ী গাঁজার একটি বড় চালান নিয়ে গাজীপুর হয়ে রাজশাহীর দিকে যাবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক মাইক্রোবাসটির অবস্থান সনাক্তের চেষ্টা অব্যাহত রাখা হয়। গত ২৫ এপ্রিল ২০১৯ তারিখ বেলা ১৬.৩০ ঘটিকা হতে গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় আভিযানিক দলটি তিন ভাগে বিভক্ত হয়ে উক্ত গাড়ীটির আগমন ও গতিবিধি অনুসরণ করার লক্ষ্যে অবস্থান নেয়। যার ফলশ্রæতিতে অনুমান ১৭.৩০ ঘটিকার সময় গাঁজা চালানের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটির অবস্থান ভোগড়া বাইপাস এলাকায় সনাক্ত করা সম্ভব হয়। অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে আভিযানিক দলটি তাৎক্ষনিক গাজীপুর জেলার বাসন থানাধীন ভোগড়া বাইপাসের দক্ষিণে যমুনা ইলেট্রনিক শো-রুমের সামনে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের উপর উক্ত মাইক্রোবাসটির গতিরোধ করলে আসামীদ্বয় পালিয়া যাওয়ার চেষ্টাকালে সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ শামীম মিয়া(২৪), পিতা-মোঃ শাহ আলম, সাং-শ্রীপুর, থানা-বিজয়নগর, থানা-বি বাড়িয়া, ২। মোঃ সজীব মিয়া(২২), পিতা-মোঃ রঙ্গু মিয়া, সাং-মালঞ্চপুর, থানা-মাদবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদের দেয়া তথ্য মতে মাইক্রোবাসটির বডির ভিতরে গোপনে লুকানো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৫ প্যাকেটে সর্বমোট ৩৪.৫০০ (চৌত্রিশ কেজি পাঁচশত গ্রাম) গাঁজা, নগদ ৯,৮২০/- (নয় হাজার আটশত বিশ) টাকা, ০২ টি মোবাইল ফোন এবং গাঁজা বহনের কাজে ব্যবহৃত ০১ টি নোহা মাইক্রোবাস বাস (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ, ১৩-৪৯৪৬) জব্দ করা হয়। উদ্ধারকৃত ৩৪.৫০০ কেজি গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪,১৪,০০০.০০ (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা। ধৃত আসামীদেরকে জব্দকৃত গাঁজা চালানটির ব্যাপারে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রোবাসে করে লোকজন পরিবহনের আড়ালে নিয়মিত হবিগঞ্জ হইতে গাঁজার চালান সংগ্রহ করিয়া রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল।
উদ্বারকৃত গাঁজা, মাইক্রোবাস, নগদ টাকা, মোবাইল ফোন ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বাসন থানায়
আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।