গাজীপুরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

0
243
728×90 Banner

আসাদুল্লাহ মাসুম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ২ এপ্রিল ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে আলোচনা সভা ও র‌্যালী করা হয়। এবারের অটিজম দিবসের প্রতিপাদ্য হলো ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির অধিকার।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেশে অটিজম দিবসের তাৎপর্য তুলে ধরতে আগামীকাল থেকে তিন দিন পর্যন্ত দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসমূহে নীলবাতি প্রজ্বলন করা হবে।
র‌্যালী শেষে জেলা নাট্যমন্দির প্রাঙ্গণে জেলা সমাজসেবা উপ পরিচালক এসএম আনোয়ারুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসাশক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভলি সার্জন ডা: সৈয়দ মুঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক দিদারে আলম মাকসুদ চৌধরী, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আমানত হোসেন খান, নারী নেত্রী দিলরুবা ফাউজিয়া, সাংবাদিক মুকুল কুমার মল্লিক প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here