Daily Gazipur Online

গাজীপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর : ‘বর্জ্য হোক সম্পদ, পরিচ্ছন্ন জনপদ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, বেসরকারী সংস্থা ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে কাউন্সিলর হাজী মনিরুজ্জামান, মজিবুর রহমান সরকার, সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মো: রেজাউল বারী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল হামিদ সরকার, জনসংযোগ কর্মকর্তা ড: সেলিম শেখ, ব্র্যাক সার্ভিস সেন্টার ম্যানেজার মো: শামীম আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, একটি সুস্থ্য-সুন্দর, বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী গড়তে প্রত্যেক নগরিককেও ভ‚মিকা রাখতে হবে। সে জন্য যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহবান জানান। তিনি আরো বলেন, নগরের বর্তমানে বর্জ্য আপদ নয়, সম্পদ। এই দূষিত বর্জ্যকে নানা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পদে পরিণত করা যায়। আমাদের সিটি কর্পোরেশনও তেমন একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে। এর আগে সকালে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।