গাজীপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ হওয়ায় মহাসড়কে নেই কোন জ্যাম

0
581
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের ব্যাটারি চালিত অটোরিক্সাকে যানজটের অন্যতম কারণ হিসেবে ধরা হয়ে থাকে। সরকারি আদেশ বাস্তবায়ন ও লাইসেন্স বিহীন অটো রিক্সা বন্ধ করত্বে আব্দুল্লাহপুর থেকে চৌরাস্তার আশপাশ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালায় গাজীপুর ট্রাফিক পুলিশ।
অভিযানে অটো রিক্সা আটক করে চালকদের রিক্সার ব্যাটারী খুলে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়লে গাজীপুর চৌরাস্তা, সাইনবোর্ড, বোডবাজার, বড়বাড়ি, গাজীপুরা, টঙ্গী ষ্টেশন রোডসহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ হয়ে যাওয়া গতকাল রবিবার সকাল থেকে মহাসড়কে কোন জ্যাম দেখা যাচ্ছে বলে মনে করছেনা যাত্রীরা।
অনুসন্ধানে জানা গেছে, গাজীপুরে এলাকায় দেড় শতাধিক গ্যারেজের কমপক্ষে ৭/৮ হাজার অটো রিক্সা চলচল করছে। এসব রিক্সা গ্যারেজ গুলোতে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ দিয়ে ব্যাটারী চার্জ করা হচ্ছে। প্রতিটি রিক্সার ব্যাটারী চার্জ করতে দৈনিক বিদ্যুৎ খচর হচ্ছে ৬ ইউনিট।
প্রতি ইউনিট ১১ টাকা ২৫ পয়সা হিসেবে থানা এলাকায় অটো রিক্সার গ্যারেজ গুলোতেই প্রতিদিন ৫ লক্ষাধিক টাকার বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। রাতদিন রিক্সার দখলেই থাকছে নগরীর সড়কগুলোর অধিকাংশ স্থান। দিনভর তীব্র্র যানজটে নাকাল থাকছে নগরবাসী। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ও পুড়ছে লাখ লাখ টাকার জ্বালানি।
গাজীপুর সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার রাজস্ব কর্মকর্তা এমরান সরকার বলেন, পৌরসভা থাকা কালীন বাংলা রিক্সা ও ডাইভারদের লাইন্সেস দেওয়ার হত। হাইকোট থেকে নিষেধাজ্ঞা থাকায় বর্তমানে ব্যাটারি চালিত অটো রিক্সার লাইসেন্স গাজীপুর সিটি কর্পোরেশন দিচ্ছে না।
গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টঙ্গী দক্ষিণ ট্রাফিক জোনের প্রশাসনিক কর্মকর্তা ট্রাফিক ইনস্পেক্টর তরিকুল ইসলাম বলেন, প্রতিদিনই শহর এবং শহরের বাইরে যেসব দুর্ঘটনার খবর পাওয়া যায় তার অধিকাংশ কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে অটোরিক্সাকে। দিন দিন এর পরিমাণ বৃদ্ধি, অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক এবং অসাবধাণতা কারনে এরকম দূর্ঘটনা ঘটছে ।
শহরের অলিগলিতে এসব রিক্সার কারণে আগের চেয়েও বেড়েছে দুর্ঘটনা ও যানজট। সড়কগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রিক্সা চলাচল করায় রিক্সার নগরীতে পরিণত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাটারি চালিত অটো রিক্সার পরিমাণ।
গত তিন মাস যাবত ভিবিন্ন সময় টঙ্গী ব্রীজ থেকে গাজীপুর চৌরান্ত পর্যন্ত মহাসড়কে ধীর গতিতে চলে এমন অটোরিক্সা, ইজিবাইক, থ্রী হুইলার গাড়ি গুলো বন্ধ করার নিমিত্তে ওয়ার্নিং স্বর”প বিভিন্ন সময় মাইকিন করে সকলকে অবগত করা হচ্ছে গাজীপুর ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here