গাজীপুরে ‘মব তৈরি করে’ সাংবাদিককে পেটানোর অভিযোগ

0
90
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগরের মেট্রোপলিটন সদর থানার পাশে ‘মব তৈরি করে’ এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
গতকাল বুধবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নেটিজেনরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের দায়িত্ব পালনের বিষয়ে প্রশ্ন তুলেছেন।
আহত সাংবাদিকের নাম আনোয়ার হোসেন সৌরভ (৩২)। তিনি গাজীপুর শহরের উত্তর এলাকার বাসিন্দা এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্মরত।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের মেট্রোপলিটন সদর থানার পাশে কয়েকজন দুর্বৃত্ত আনোয়ার হোসেন সৌরভকে মারধর করে। তার হাত ধরে টেনে মাটিতে ফেলে ইট বা পাথর দিয়ে পা থেঁতলে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক লাফিয়ে তাকে লাথি মারছে।
পরে পুলিশ সৌরভকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অভিযোগ উঠেছে, চাঁদাবাজির ঘটনার প্রতিবেদন প্রকাশ করায় সৌরভকে এই হামলার শিকার হতে হয়েছে।
ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, থানার সামনে একজন সাংবাদিককে মারধর, পুলিশের দায়িত্ব কি? তারা কোথায়? এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here