Daily Gazipur Online

গাজীপুরে মার্কার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড কারখানা সিলগালা,লাইসেন্স বাতিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর কালামপুর রোডের চন্দ্রায় বুধবার বেলা ১১.টায় জেলা প্রশাসন, গাজীপুর ও ঔষধ প্রশাসন, গাজীপুর যৌথ অভিযানের মাধ্যমে ভ্রাম্যমান আদালতে মেসার্স মার্কার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড এর কারখানা সিলগালা করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মেয়াদোত্তীর্ণ এবং সাময়িক বাতিল কৃত ঔষধ উৎপাদন লাইসেন্স দ্বারা ঔষধ উৎপাদন ও বাজারজাতকরণ করছিল। উক্ত অভিযানে এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা রায়হানা এবং ঔষধ প্রশাসন গাজীপুর কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোঃ হারুন-অর-রশীদ ও ঔষধ তত্ত্বাবধায়ক মরুময় সরকার উপস্থিত ছিলেন।


গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়ক মরুময় সরকার জানান,কারখানার ড্রাগ লাইসেন্স এবং অনেক ক্যামিকেলের মেয়াদোত্তীর্ণ ও নোংরা পরিবেশে ঔষধ তৈরির কারণে কারখানা সিলগালা করা হয়েছে, এবং সেই সাথে কারখানার লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয়েছে।