
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসরটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ স্মৃতীস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতীতে পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ্য অর্পণ কর হয়।
জেলা প্রশাসক (ডিসি) ড. মুহাম্মদ হুমায়ুন কবীর, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান,পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহিম সরকারসহ সদস্যবৃন্দ। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামীলীগ, বিএনপি, যুবদল, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজ
টঙ্গীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালী বের করে পাইলট স্কুল এন্ড গালর্স কলেজর শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়ার নেতৃত্বে প্রায় ৬হাজার শিক্ষার্থীর দীর্ঘ র্যালীটি স্থানীয় কলেজগেট, আউচপাড়া, মোক্তারবাড়ি রোড, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি মুক্তিযোদ্ধা ফজুলল হক, শিক্ষক কামাল হোসেন, মাহাবুবুর রহমান, আবু জাফর আহম্মেদ, মাহাবুবুল আলম, কেয়া শারমিন, মো. শাহ আলম প্রমূখ। এদিকে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ ওয়াদুদুর রহমান এর নেতৃত্বে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এছাড়াও টঙ্গীর হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল, সাহাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, সিলমুন আব্দুল হাকিম মাষ্টার উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করেন।

গাজীপুর মহানগর ছাত্রদলের আলোচনা সভা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মহানগর বিএনপির কার্যালয়ে আলোচনা সভায় মহানগর ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শ্রমিকদল কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আলহাজ সালাহ উদ্দিন সরকার। এছাড়া অন্যন্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, বিএনপি নেতা এড. মেহেদী হাসান এলিস, সাবেক ভিপি আশরাফ হোসেন টুলু, সাবেক জিএস সুরুজ আহম্মেদ, সাবেক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাবেক ভিপি সরাফত হোসেন, শ্রমিকদল নেতা আক্তারুজ্জামান বাবুল, নজরুল ইসলাম, কালিম লস্কর, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুমন, ছাত্রদল নেতা মোনায়েম খন্দকার, আনোয়ার, নুরুল ইসলাম, আরিফ প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার ভোরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মোঃ মশিউর রহমান, ট্রেজারার প্রফেসর মোঃ নোমান উর রশীদ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতীয় স্মৃতিসৌধ থেকে ফেরার পথে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম জানিয়েছেন।

গাজীপুর প্রেসক্লাব
গাজীপুর প্রেসক্লাব যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতীস্তম্ভ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতীতে পুষ্পার্ঘ্য অর্পণ কর হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি মো. খায়রুল ইসলাম,সাধারণ সম্পাদক মো. রাহিম সরকার, সাবেক সভাপতি মাজহারুল মাসুম,সদস্য প্রতাপ ঘোপ,বিএম বাবুল,মাহমুদা শিকদারসহ সদস্যরা উপস্থিত ছিলেন।






