
আসাদুল্লাহ মাসুম, গাজীপুর : গাজীপুর জেলা যুবলীগের বর্ধিত সভা ৫ আগস্ট বিকেলে মহানগরের সার্টভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় শোক দিবস পালন, রক্তদান কর্মসূচি,নৌকা ভ্রমণ করার সিদ্ধান্ত হয়।
জেলা যুবলীগ আহ্বায়ক এস এম আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সেলিম আজাদ, যুবলীগ নেতা জসিম উদ্দিন, হিরু মিয়া, জেলা পরিষদ সদস্য নূরুল ইসলাম শিমুল, শহীদুল্লাহ সরদার, জাহাঙ্গীর আলম রাসেল, রেজাউল করিম রাসেল, মকবুল হোসেন, কমরউদ্দিন, আসাদুল্লাহ মাসুম, কাউছার শেখ কামাল, প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলতাব হোসেন যুবলীগকে আরো সুসঙ্গত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীদিনে যুবলীগকে শক্তিশালী করা না হলে স্বাধীনতার পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।






