

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জয়দেবপুর উপশাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জয়দেবপুর রেলওয়ে ষ্টেশন সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জয়দেবপুর উপশাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জয়দেবপুর উপশাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, কার্যকরী সভপতি আঃ রাজ্জাক, সম্পাদক গোলজার হোসেন আনিস, অতিরিক্ত সম্পাদক মাসুদ রানা, মহিলা সম্পদিকা আরিফা খাতুন, সদস্য মাহমুদা খাতুন, এস. এম আনোয়ার, তোফায়েল আহমেদ বাকের প্রমুখ। সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন জয়দেবপুর রেলওয়ে ষ্টেশন মসজিদের ইমাম হাফেজ মোঃ এনামুল হক মৃধা। সভায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ জয়দেবপুর উপশাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
