গাজীপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ

0
56
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক :উপসহকারী প্রকৌশলী পদ নিয়ে ষড়যন্ত্র ও বিএসসি প্রকৌশলীদের তিন দফার প্রতিবাদে গাজীপুরে রেল ব্লকেড কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে বন্ধ রয়েছে ময়মনসিংহ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
মঙ্গলবার (১৬ সেপ্টম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে মাঝিরখোলা রেলক্রসিংয়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েক হাজার শিক্ষার্থী ও ডিপ্লোমা প্রকৌশলী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে।
শিক্ষার্থী ও রেলওয়ে জংশন স্টেশন সূত্র জানায়, শিক্ষার্থীরা জয়দেবপুর শিমুলতলী সড়কের পশ্চিম বুরুলিয়া এলাকায় বিক্ষোভ করেন। পাশে থাকা ঢাকা উত্তরবঙ্গ রেলরুটের অবস্থান নেন৷ এতে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷
শিক্ষার্থীদের পক্ষে বক্তারা বলেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় চার লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক।
এ দাবি জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে এবং শিক্ষার্থী ও চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়াবে। এ সময় ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ৭ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া বুধবার সকাল ১০টা থেকে ফের গাজীপুরে মহাসড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন। এ সময় তারা ৭ দফা দাবি তুলে ধরেন৷
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান বলেন, ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা রেলওয়ে রাস্তা ব্লক করে দিয়েছেন। এখন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here