গাজীপুরে শিক্ষানবীশ চিকিৎসক বরখাস্ত, প্রতিবাদে সতীর্থদের বিক্ষোভ

0
264
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শিক্ষানবীশ এক নারী চিকিৎসকের উত্যক্তকারীকে শাসন করায় এক সতীর্থকে বহিস্কারের প্রতিবাদে গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজারের কুনিয়া তারগাছ এলাকায় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজে কর্মবিরতি করে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষানবীশ চিকিৎসকরা। সোমবার সকালে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করা হয়।
শিক্ষানবীশ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাংবাদিকদের জানান, গত ১৪ ফেব্রুয়ারি ওই মেডিকেল কলেজের এমবিবিএস একাদশ ব্যাচের শিক্ষানবীশ চিকিৎসক আবদুল্লাহ মামুন একই ব্যাচের এক নারী শিক্ষানবীশ চিকিৎসককে উত্যক্ত করেন।
বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ করলে মামুনের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনি মামুনকে শাসন করেন এবং চড় দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ২১ এপ্রিল বুলবুল আহমেদকে ৬ মাসের জন্য বহিষ্কার করে।
সাধারণ শিক্ষানবীশ চিকিৎসকদের দাবি, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রশাসনের রোষানলে পড়েছেন বুলবুল। কারণ মামুন কলেজ কর্তৃপক্ষের আস্থাভাজন হওয়ায় তাকে শাস্তি না দিয়ে বুলবুলকে বহিস্কার করা হয়েছে। তারা কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধীতা এবং ওই শিক্ষানবীশ চিকিৎসকের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি করে আন্দোলন করছেন।
তবে তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ বলেন, কলেজের শৃঙ্খলা কমিটি ওই শিক্ষার্থীকে বহিস্কার করেছে। তিনি যদি পুনর্বিবেচনার আবেদন করেন তবে সেটি শৃঙ্খলা কমিটি বিবেচনা করবে। তবে এখন যে আন্দোলন হচ্ছে তার কোন যৌক্তিকতা নেই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here