Daily Gazipur Online

গাজীপুরে শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত পথনাটক ‘আমাদের শিশুরা’ দর্শক সমাদৃত

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায়, এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি’র আয়োজনে ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশেমপুর ফুটবল একাদশ ক্লাব মাঠে, দুপুর ২.৩০ মিনিটে ৮ নম্বর ওয়ার্ডের সেলিম নগর পোল্ট্রি মাঠে এবং বিকাল ৩.৩০ মিনিটে ৯ নম্বর ওয়ার্ডের এম. এ. কুদ্দুস নগর স্কুল মাঠে পরিবেশিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত সচেতনতামূলক পথনাটক – ‘আমাদের শিশুরা’। শিশু ও নারী নির্যাতন, শিশুর অপুষ্টি, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, শিশুর অধিকার, সুষম ও পুষ্টিকর খাবার, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছরের কম বয়সের শিশুদের নিয়ে গঠিত ‘অপরাজিতা’ প্রকল্প এবং শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য প্রতিষ্ঠিত ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমসহ শিশু অধিকারের বিভিন্ন বিষয় ছিল নাটকের বিষয়বস্তু। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রদর্শিত নাটকটি দারুণভাবে সমাদৃত হয়।
সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায়, এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি’র আয়োজনে সাভারের তিনটি এলাকায় পরিবেশিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত সচেতনতামূলক পথনাটক – ‘আমাদের শিশুরা’। ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, দুপুর ২.৩০ মিনিটে ধামসোনা মধ্যগাজিরচট আইডিয়াল স্কুল মাঠ এবং বিকাল ৩.৩০ মিনিটে ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলায় নাটকের প্রদর্শন হয়।
শিশু ও নারী নির্যাতন, শিশুর অপুষ্টি, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, শিশুর অধিকার, সুষম ও পুষ্টিকর খাবার, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছরের কম বয়সের শিশুদের নিয়ে গঠিত ‘অপরাজিতা’ প্রকল্প এবং শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য প্রতিষ্ঠিত ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমসহ শিশু অধিকারের বিভিন্ন বিষয় ছিল নাটকের বিষয়বস্তু।
প্রচুর সংখ্যক দর্শক নাটকটি উপভোগ এবং প্রশংসা করেন।
(১)
গাজীপুরে ‘ফুলকি’র সচেতনতামূলক পথনাটক প্রদর্শনঃ
সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায়, এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি’র আয়োজনে ২৬ ডিসেম্বর সকাল ১১ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাশেমপুর ফুটবল একাদশ ক্লাব মাঠে, দুপুর ২.৩০ মিনিটে ৮ নম্বর ওয়ার্ডের সেলিম নগর পোল্ট্রি মাঠে এবং বিকাল ৩.৩০ মিনিটে ৯ নম্বর ওয়ার্ডের এম. এ. কুদ্দুস নগর স্কুল মাঠে পরিবেশিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত সচেতনতামূলক পথনাটক – ‘আমাদের শিশুরা’। শিশু ও নারী নির্যাতন, শিশুর অপুষ্টি, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, শিশুর অধিকার, সুষম ও পুষ্টিকর খাবার, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছরের কম বয়সের শিশুদের নিয়ে গঠিত ‘অপরাজিতা’ প্রকল্প এবং শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য প্রতিষ্ঠিত ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমসহ শিশু অধিকারের বিভিন্ন বিষয় ছিল নাটকের বিষয়বস্তু। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রদর্শিত নাটকটি দারুণভাবে সমাদৃত হয়।
(২)
সাভারে ‘ফুলকি’র সচেতনতামূলক পথনাটক প্রদর্শন
সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায়, এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে এবং ফুলকি’র আয়োজনে সাভারের তিনটি এলাকায় পরিবেশিত হয় শেকানুল ইসলাম শাহী রচিত ও নির্দেশিত সচেতনতামূলক পথনাটক – ‘আমাদের শিশুরা’। ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় তেঁতুলঝরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, দুপুর ২.৩০ মিনিটে ধামসোনা মধ্যগাজিরচট আইডিয়াল স্কুল মাঠ এবং বিকাল ৩.৩০ মিনিটে ইয়ারপুর ইউনিয়নের শিমুলতলায় নাটকের প্রদর্শন হয়।
শিশু ও নারী নির্যাতন, শিশুর অপুষ্টি, বাল্যবিবাহের কুফল, ইভটিজিং, শিশুর অধিকার, সুষম ও পুষ্টিকর খাবার, গার্মেন্টসে কর্মরত মায়েদের ১৮ বছরের কম বয়সের শিশুদের নিয়ে গঠিত ‘অপরাজিতা’ প্রকল্প এবং শ্রমজীবী মায়েদের ২ থেকে ৫ বছর বয়সের শিশুদের জন্য প্রতিষ্ঠিত ডে-কেয়ার সেন্টারের কার্যক্রমসহ শিশু অধিকারের বিভিন্ন বিষয় ছিল নাটকের বিষয়বস্তু।
প্রচুর সংখ্যক দর্শক নাটকটি উপভোগ এবং প্রশংসা করেন।