গাজীপুরে শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র সেবা নিশ্চিতকরণে অধিপরামর্শ সভা

0
123
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নিশ্চিতকরণে আজ বুধবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের জোন-১, টঙ্গী অঞ্চল অফিসে এক অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ‘কর্মজীবী নারী’-এর সাধারণ সম্পাদক শারমিন কবির।
‘কর্মজীবী নারী’-এর উদ্যোগে, জিআইজেড-এর অর্থায়নে এবং একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা আবেদীন টঙ্গী থানা নির্বাচন কর্মকর্তা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নকিব রাজীব আহম্মেদ এডভাইজার নলেজ ম্যানেজমেন্ট জিআইজেড, মারুফ হোসেন উপপরিচালক একশনএইড বাংলাদেশ,মরিয়ম নেছা লিড উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুইটি একশনএইড বাংলাদেশ, নাসির উদ্দীন বুলবুল মহাসচিব জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটি, মোঃ আরশাদ হোসেন স্যানিটারি পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার (জন্ম নিবন্ধন অঞ্চল-১,২,৩), গাজীপুর সিটি কর্পোরেশন,আব্দুল বাতেন প্রশাসনিক কর্মকর্তা অঞ্চল-১ গাজীপুর সিটি কর্পোরেশন, যোবায়ের আলম সমাজসেবা অফিসার টঙ্গী গাজীপুর, মোঃ রুহুল আমিন ম্যানেজার এইচআর এডমিন এন্ড কমপ্লায়েন্স নোমান ফ্যাশন ফেব্রিক্স লিঃ, স্থানীয় সরকার প্রতিনিধি ও ওয়ার্ড সচিব প্রতিনিধিবৃন্দ প্রমুখ।সভায় বক্তারা শ্রমিকদের জন্য বৈধ এনআইডির গুরুত্ব তুলে ধরে আবেদন ও সংশোধন প্রক্রিয়া সহজীকরণ এবং স্থানীয় সরকারের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here