Daily Gazipur Online

গাজীপু‌রে সমাজ‌সেবার আর্থিক সহায়তার চেক বিতরণ

মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর জেলা প্রতি‌নি‌ধি: গাজীপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চিকিৎসা সহায়তা, গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মা‌ঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় মানুষের মা‌ঝে এসব চেক বিতরণ করেন প্রধান অতিথি গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এস আনোয়ারুল করীম।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান, সহকারী পরিচালক তাসলিমা খাতুন, প্রবেশন অফিসার মমতাজ, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান।
উপপরিচালক এস এস আনোয়ারুল করীম জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত গরীব ও মেধাবী শিক্ষার্থী, দুস্থ অসহায় ১৮৪ জন মানুষকে মোট ৮ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।