Daily Gazipur Online

গাজীপুরে সাফারি পার্কে ২৪ দিনে ৯ জেব্রার মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিভিন্ন বয়সের নয়টি জেব্রার মৃত্যু হয়েছে। গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে জেব্রাগুলো মারা যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান জানান, গত ১ থেকে ২৪ জানুয়ারির মধ্যে বিভিন্ন বয়সের নয়টি জেব্রা মারা গেছে। তবে কী কারণে এমন ভাবে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। চিকিৎসকদের কেউ বলছে ব্যাকটেরিয়া, কেউ বলছে করোনা ভাইরাসে জেব্রাগুলোর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন রোগে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এভাবে জেব্রাগুলোর মৃত্যু চিন্তার কারণে বটে। এর আগে এ পার্কে এমন ভাবে জেব্রাসহ অন্য কোনো প্রাণীর মৃত্যু হয়নি। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২০ থেকে ২৫টি জেব্রা রয়েছে। এভাবে জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত করে দেখা হচ্ছে।