গাজীপুরে হার্ট অ্যাটাকে সাংবাদিক রিমনের ইন্তেকাল

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : সাংবাদিক সাঈদুর রহমান রিমন (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পেশাগত কাজে এসে দুপুর ২টার দিকে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। প্রথমে তাকে পাশের একটি প্রাইভেট হাসপাতাল ও পরে গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক রিমন মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর কন্যা উর্মি বিদেশে অধ্যয়নরত। সাংবাদিক রিমন বাংলাদেশ প্রতিদিন, দৈনিক সংবাদ, দৈনিক মানবজমিন, দৈনিক বাংলাবাজার পত্রিকাসহ বিভিন্ন সংবাদপত্রে ধীর্ঘ দিন যাবত সাহসিকতার সহিত সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি সর্বশেষ টানা প্রায় নয় বছর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার চীফ ক্রাইম রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক বাংলাভূমি পত্রিকার প্রধান সম্পাদকের দায়িত্ব নেন। সেই সুবাধে ইদানিং গাজীপুরেও তাঁর নিয়মিত যাতায়াত ছিলো। বাংলাদেশ প্রতিদিনে যোগদানের পর থেকে এ পর্যন্ত সপরিবারে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে তিনি বসবাস করতেন। আজ বৃহস্পতিবার তাঁর লাশ গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিয়ে দাফনের কথা রয়েছে।
এদিকে এই সাহসি কলম সৈনিকের মৃত্যুতে সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার তাঁর মৃত্যুর খর শোনে গাজীপুরের সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহসভাপতি মো. আজিজুল হক, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি মো. মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here