
মোঃ বায়েজীদ হোসেন: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাড. মোঃ জাহাঙ্গীর আলম সোমবার সন্ধায় গাজীপুর মহানগরের শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির, শ্রী শ্রী কৃপাময়ী কালী মন্দির, শ্রী শ্রী মাধব বাড়ী মন্দিরসহ মহানগরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি বলেন মহানগর এলাকায় ১০১টি মন্দিরে পূজা হচ্ছে শান্তি পূর্ন ভাবে। আমি প্রতিটি মন্দিরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুদান দিয়েছি। এসময় তার সঙ্গে ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আজমত উল্লাহ খান ও সদস্য এ্যাড. আব্দু হাদী শামীম।






