Daily Gazipur Online

গাজীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

মো: জাহাঙ্গীর আকন্দ : করোনা প্রতিরোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তিন ফুট দূরস্ত বজায় রেখে মানুষকে যাতে খাদ্যের সন্ধানে ঘর থেকে বের হতে না হয় এ লক্ষে রবিবার থেকে গাজীপুরের সদর, টঙ্গী, কোনাবাড়ি, পূবাইলসহ বিভিন্ন স্থানে ১০টা কেজি দরে চাল ও আটা বিক্রি করা হয়। প্রতি মাসে পরিবার প্রতি ২০ কেজি করে গাজীপুরের সর্বস্থরের মানুষ নিতে পারবে। রোববার সকাল ১১টায় টঙ্গীর হোসেন মাকের্ট এলাকায় নিন্ম আয়ের মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন এ কার্যক্রম উদ্বোধন করেন।
পুলিশ কমিশনার ও জেলা প্রশাসক বলেন, রবিবার সকাল ১১টা থেকে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে নি¤œ আয়ের মানুষ ১০ টাকা কেজি চাল ও আটা ক্রয় করতে পারবে।