
ডেইলি গাজীপুর প্রতিবেদক: জিএমপি গাজীপুর বাসন থানাধীন যোগীতলা এলাকা হইতে ৪৪০ বোতল বিদেশী ফেন্সিডিল এবং পিকআপসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
গত ০৫ এপ্রিল ২০২১ তারিখ অনুমান সন্ধ্যা ০৮.৪৫ ঘটিকার সময় র্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, ফেন্সিডিলের একটি বড় চালান গাজীপুরের দিকে আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি) বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি গাজীপুর বাসন থানাধীন যোগীতলা সাকিনস্থ ছোবাহান মেমোরিয়াল হাসপাতাল এর গেইটের সামনে রাস্তার উপর হইতে ট্রাকটি সনাক্ত করি। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ আব্দুল মতিন (৪০), পিতা- মৃত আব্দুল কুদ্দুস, মাতা-মোসাঃ মেরিনা বেগম, সাং-জয়পুরপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, ২। মোঃ আলম হোসেন(৩৫), পিতা-মৃত স্বপন মিয়া, মাতা-মৃত আলেফা বেগম, সাং-জামালগঞ্জ পুরাতন বাজার, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাটদ্বয়’কে নাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেখানো মতে দেখানো মতে উল্লেখিত পিকআপের কেবিনের প্লাটফর্মের নিচে ইঞ্জিনের উপর কৌশলে রক্ষিত অবস্থায় ৪৪০(চারশত চল্লিশ) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল, ০১(এক) টি পিকআপ এবং ০২(দুই) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরো জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃংখলা বাহিনীর চোখ এড়িয়ে দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে ফেন্সিডিল পৌছানোর জন্য রাতের আধারে পিকআপ ব্যবহারের কৌশল অবলম্বন করে।
ধৃত আসামী ভারতের বিভিন্ন চোরাইপথ দিয়ে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল আনায়ন পূর্বক বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল তার হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ ধারায় অপরাধ করিয়াছে। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






