

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে ৪৮ বীর পুলিশ মুক্তিযুদ্ধা ও তার পরিবারকে জেলা পুলিশ সুপার কর্তৃক সম্মাননা প্রদান
রাজীব প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রবিবার সকাল ১০.০০ টায়, পুলিশ লাইন্স ড্রিল শেডে গাজীপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বীর পুলিশ মুক্তিযুদ্ধা ও তার পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় গাজীপুর জেলার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন, গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলার ৪৮ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত হয়ে মুক্তিযুদ্ধকালীন তাঁদের অভিজ্ঞতালব্ধ গৌরবময় স্মৃতিগাঁথা মন্থন করেন।
এসময় পুলিশ সুপার গাজীপুর মহোদয় বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের ক্রেস্ট ও উপহার প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন); মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ); মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর); সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল; আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈরসহ গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের কর্মকতা ও কর্মচারীবৃন্দরা।
