Daily Gazipur Online

গাজীপুরে ৫৯২০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন ডিলার আটক

সানাউল্লা স্বপন: গাজীপুর ভোগড়া হতে ৫৯২০(পাঁচ হাজার নয়শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন ইয়াবা ডিলারকে আটক করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প ।
আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, একটি ইয়াবার বড় চালান কক্সবাজার এলাকা হতে এস. এ পরিবহনের মাধ্যমে গাজীপুরের ভোগড়া এলাকায় নিয়ে এসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর, বাসন থানাধীন ভোগড়া বর্ষা সিনেমা হলের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের্^ এস. এ পরিবহন অফিসের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ সুমন হাসান(২১), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-মোসাঃ নাছরিন আক্তার, সাং-টেপিরবাড়ী, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ মাহফুজ আহম্মেদ(২২), পিতা-মোঃ মতিন মিয়া, মাতা-মোসাঃ মালেকা খাতুন, সাং-উজিলাব, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখলে থাকায় ০১ টি প্লাষ্টিকের কেরট এর ভিতর সুকৌশলে রক্ষিত অবস্থায় সর্বমোট ৫,৯২০(পাঁচ হাজার নয়শত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন এবং নগদ ৩২৬০/-(তিন হাজার দুইশত ষাট) টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ একটি আন্তর্জাতিক ইয়াবা ডিলার। তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশ হইতে ইয়াবা ট্যাবলেট আমদানি করিয়া অভিনব কৌশল অবলম্বন করে দেশে অবস্থিত বিভিন্ন কুরিয়ার সার্ভিস/এস. এ পরিবহনের মাধ্যমে চট্রগ্রাম, কক্সবাজার ও বিভিন্ন এলাকা হইতে গাজীপুরে নিয়ে এসে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(গ)/৪১ ধারার অপরাধ করেছে।