

গাজীপুর মহানগর প্রতিনিধিঃ গাজীপুর চৌরাস্তায় হাজী আনসার আলী সরকার সুপার মার্কেট মৎস্য আড়তে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাগুর ও পিরানহা মাছ। সরেজমিনে যেয়ে দেখা যায় বাজারে একাধিক মাছের আড়তে প্রকাশ্যে বিদেশি মাগুর ও পিরানহা মাছ পাইকারী বিক্রি হচ্ছে। অনুসন্ধানে জানাযায় এসব নিষিদ্ধ পিরানহা ও মাগুর মাছ বিক্রির গোপন চুক্তি রয়েছে মৎস্য অফিসের সাথে। এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সামার সাথে যোগাযোগ করা হলে সে বলেন তারা এসবের কিছুই জানেন না বলে কৌশলে এড়িয়ে যান। তিনি বলেন আমরা অভিযানে গেলে পিরানহা ও অস্ট্রেলিয়ান মাগুর দেখতে পাই না, যদি আপনারা হাতেনাতে ধরিয়ে দিতেপারেন তবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই যদি হয় মৎস্য অফিসের বাজার তদারকি, তবে বুঝতে কি আর বাকি থাকে যে কাদের স্বার্থে আড়ৎ গুলোতে বিক্রি হয় নিষিদ্ধ মাগুর ও পিরানহা?
রাক্ষুসে স্বভাবের কারণে বিভিন্ন দেশের মতো বাংলাদেশ সরকারও পিরানহা মাছের উৎপাদন, বিপণন ও বিক্রি বাংলাদেশে নিষিদ্ধ করেছে।
২০০৮ সালের ফেব্রুয়ারি থেকে পিরানহা মাছ চাষ, উৎপাদন, পোনা উৎপাদন, বংশ বৃদ্ধি, বাজারে বিক্রি এবং বাজার থেকে ক্রয় সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং ২০১৪ সালের জুন থেকে আফ্রিকান মাগুরের আমদানি, উৎপাদন, বিপণনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এই নিষেধাজ্ঞা আরোপ করে।
এছাড়া বিদেশ থেকে আফ্রিকান মাগুর ও পিরানহা মাছ, মাছের রেণু ও পোনা আমদানি করলে জেল জরিমানার বিধান রেখে মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ।
এই আইন অমান্য করলে দুই বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হলেও তার কোন প্রয়োগ নেই বাজারে।
