Daily Gazipur Online

গাজীপুর কোয়ারেন্টাইনের চার প্রবাসী জ্বর নিয়ে হাসপাতালে

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইন থেকে ইতালি প্রবাসী চারজনকে রাজধানীর উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান
তিনি বলেন, ওই চার প্রবাসীর দেহে লক্ষণীয় মাত্রায় জ্বর থাকায় পরীক্ষার জন্য কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কোনো সমস্যা নেই। একজন মেডিকেল অফিসার তাদের নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
গাজীপুর সদরের ইউএনও আব্দুল্লাহ আল জাকি জানান, কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের জন্য জেলা প্রশাসন থেকে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, মশারি ও কয়েল সরবরাহ করা হয়েছে। প্রতি কক্ষে ৬-১০ জন করে রাখা হয়েছে।
শনিবার রাতে ইতালি থেকে আসা ৪৮ জনকে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কোয়ারেন্টাইনে আনা হয়।