
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান বিদায় নিয়েছেন সোমবার। তিনি গত বছরের ২২ সেপ্টেম্বর ওসি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন।
সম্প্রতি তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসাবে পদোন্নতি জনিত কারণে বদলি হয়ে বিদায় নিয়েছেন। যোগদানের সময় তিনি পরিদর্শক ছিলেন।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহারসহ তার সহকর্মীরা তাকে সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায় জানান। এসময় তাকে ক্রেস্ট দেওয়া হয়েছে।






