

ডেইলি গাজীপুর প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার স্তূপ থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে পাওয়া গেছে বিপুলসংখ্যক পোলিং অফিসারের আইডি কার্ড ও সিল, যা ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিতভাঙ্গায় মহাসড়ক-রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার স্তূপ থেকে কার্ডগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, ‘আমি স্টেডিয়াম এলাকায় একটি স’মিল পরিচালনা করি। কিছুদিন ধরেই সেখানে ময়লা ফেলা নিষিদ্ধ করার জন্য প্রচারণা চালাচ্ছি। সন্ধ্যার দিকে হঠাৎ একটি সাদা মাইক্রোবাস এসে দ্রুতগতিতে কিছু বস্তা ফেলে চলে যায়। সন্দেহ হলে আমার লোকজন গিয়ে বস্তাগুলো খুলে দেখে সবগুলোই এনআইডি কার্ডে ভর্তি। সঙ্গে সঙ্গে আমরা পুলিশে খবর দিই। পরে ফতুল্লা থানা পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে নিয়ে যান।’
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া সব এনআইডি কার্ড গাজীপুর জেলার ভোটারদের। প্রাথমিকভাবে এগুলো পুরোনো ও পরিত্যক্ত কার্ড বলে মনে হচ্ছে। এটি স্মার্টকার্ড নয়, বরং পুরোনো ধরনের প্লাস্টিক এনআইডি।
তিনি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চলছে। উদ্ধার করা আইডি কার্ড ও অন্যান্য সামগ্রী নির্বাচন অফিসে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। কার্ডগুলো উদ্ধার করা হয়েছে। কীভাবে এবং কেন এগুলো সেখানে ফেলা হলো, তা জানতে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
জনগণের পরিচয় সংক্রান্ত এত গুরুত্বপূর্ণ দলিল বস্তায় ভরে ফেলে যাওয়া এবং তাতে পোলিং অফিসারদের আইডি ও সিল থাকার ঘটনায় নির্বাচনী নিরাপত্তা ও প্রশাসনিক তদারকির ওপর প্রশ্ন উঠেছে।
বিশেষ করে যেসব কার্ডে ভোটারদের তথ্য রয়েছে, সেগুলোর ভুল ব্যবহারের সম্ভাবনা এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের আশঙ্কা নিয়েও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
