
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গত রবিবার গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত কল সেন্টার “৩৩৩” এর মাঠ পর্যায়ে প্রচারণা বিষয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, তথ্য অভিযোগ ও সেবা ২৪ ঘন্টা ৩৩৩ নাম্বারে পাওয়া যাবে। যেসব বিষয়ে সেবা পাওয়া যাবে তাহলো, বাল্য বিবাহ, পরিবেশ দূষণ, ইভটিজিং, ভেজাল, অবৈধ বালু উত্তোলন, ভূমি সংক্রান্ত, সড়ক দূর্ঘটনা, ভোক্তা অধিকার, দূর্যোগ, মাদক, জুয়া, সরকারী গাছ কর্তন ও অন্যান্য সরকারী সেবা সংক্রান্ত যেকোনো বিষয়ে সেবা পেতে ৩৩৩ নাম্বারে কল করলে সেবা পাওয়া যাবে।






