
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন গাজীপুরে নিজের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন সরদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলা প্রশাসক গত কয়েকদিন ধরে ঠাণ্ডা জ্বর ও কাশিতে ভুগছিলেন। রোববার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার দুপুরে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
এর আগে ১৩ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন আনিসুর রহমান।তিনি শারীরিক ও মানসিকভাবে শক্ত আছেন। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য গাজীপুরবাসীর কাছে দোয়াপ্রার্থী।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় সামাজিক দূরত্ব রক্ষার জন্য জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের আগামী কয়েকদিনের জনসমাগম বিশিষ্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি আইসোলেশনে থেকে জেলা প্রশাসক হিসেবে সকল দায়িত্ব রুটিন মোতাবেক পালন অব্যাহত রেখেছেন।
