

মোঃ বায়েজীদ হোসেন: আজ ১৮ অক্টোবর ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন এর আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ৮.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের পক্ষ থেকে শহরের প্রধান সড়কে বর্ণিল র্যালির বের হয়। সকাল ১০.০০ টায় পিটিআই এ শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও শেখ রাসেল এর জন্মদিন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও রচনা, চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন নির্মাণ প্রতিযোগিতার বিজয়ীদের পাশাপাশি গাজীপুর জেলার শ্রেষ্ঠ ৩টি শেখ রাসেল ডিজিটাল ল্যাবকে পুরস্কৃত করা হয়।
