Daily Gazipur Online

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পূবাইল জোনাল অফিসের নতুন ডিজিএম ইউসুফ আলী

মোঃ রাজিব হোসেন, পূবাইল,গাজীপুর : গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর আওতাধীন পূবাইল সাব-জোনাল অফিস থেকে জোনাল অফিসে উন্নীত হওয়ায় নতুন ডিজিএম নিয়োগ দেওয়া হয়েছে। নতুন ডিজিএম ইউসুফ আলী গত ৩০ই মে পূবাইল জোনাল অফিসের প্রথম ডিজিএম হিসাবে দায়িত্ব বুঝে নেন। অফিসের তথ্য মতে আগে পূবাইল সাব জোনাল অফিসে গ্রাহক ছিল ত্রিশ হাজার বর্তমানে হায়দরাবাদ ও উলুখোলা এরিয়া পূবাইল জোনাল অফিসের সাথে যুক্ত হয়ে চলতি মাস থেকে প্রায় ষাট হাজার গ্রাহককে সেবা দেওয়া হবে। নতুন ডিজিএম ইউসুফ আলী সকল কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সকল গ্রাহকের সমস্যা সমাধান করতে হবে। কোন অনিয়মের সাথে জড়ানো যাবে না। তিনি পূবাইল জোনাল অফিসের আওতাধীন সকল গ্রাহকদের উদ্দেশ্যে বলেন আমি সকলকে সাথে নিয়ে সেবারমান বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করব। উল্লেখ্য থাকে যে প্রকৌশলী মোঃ ইউসুফ আলী কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বরুড়া জোনাল অফিসে এজিএম হিসাবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডে ২০১২ সালে এজিএম হিসাবে যোগদান করেন।