গাজীপুর মহানগরীর খাইলকুরে জেএমবি’র সদস্য গ্রেফতার

0
451
728×90 Banner

সানাউল্লা স্বপন: গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকা হতে জঙ্গি সংগঠন “জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)” এর ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প।
রোববার ১০ মে রাতে র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাংলাদেশ সরকার কর্র্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংঘঠন “জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)” এর কতিপয় সক্রিয় সদস্য বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য এবং জনসাধারনের ভিতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে জিএমপি, গাজীপুর গাছা থানাধীন উত্তর খাইলকুর এলাকায় গোপন মিটিং এর উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে বাংলাদেশ সরকার কর্র্তৃক নিষিদ্ধ ঘোষিত সংঘঠন “জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি)” এর সক্রিয় সদস্য মোঃ নাজমুল হাসান নোমান(১৯), পিতা-মোঃ আব্দুল কাদির, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-উত্তর খাইলকুর, থানা-গাছা, জিএমপি, গাজীপুরকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট হতে ০৪(চার) টি উগ্রবাদী বই, উগ্রবাদী প্রচারনার স্কীনশর্ট ২০ পাতা, ০১টি কম্পিউটার সিপিইউ, ০১টি ষ্টীলের চাপাতি, ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানা যায়, তারা বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য এবং জনসাধারনের ভিতর আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল। তাদের সংগঠনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তাদের বিধিবদ্ধ কোন সংগঠন নেই, তারা দেশের বর্তমান নির্বাচনী ও ভোটাধিকার ব্যবস্থা বিশ¡াস করে না এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহনের মাধ্যমে নির্বাচিত গনতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অবহিত করে। তিনি তার ফেইসবুক ঘঐ ঘড়সধহ নামের আইডি থেকে জিহাদের ডাক দিয়ে বিভিন্ন পোষ্ট করেছেন। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকে স্বীকার করে না। তারা নিজেরা ভোটাধিকার প্রয়োগ করে না এবং অন্যকেউ ভোটাধিকার প্রদানে নিরুৎসাহিত করে। তারা নারী নেতৃত্বে বিশ¡াস করেনা এবং তারা প্রচলিত যাকাত ব্যবস্থাকে অস্বীকার করে, তাদের মতাদর্শের সদস্যদের নিকট থেকে মাসিক ভিত্তিতে চাঁদা উত্তোলন করে দেশ ও রাষ্ট্র বিরোধী কর্মকান্ড পরিচালনা করার জন্য তহবিল গঠন করে। ইতোমধ্যে তারা ধর্মপ্রান মানুষের ধর্মীয় বিশ¡াসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য সংগ্রহ ও চাঁদা আদায়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here