গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি শুক্কুরের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ

0
181
728×90 Banner

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের বিরুদ্ধে মিথ্যা গুজব রটানোর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তার কিছু ব্যাক্তিগত ছবি ও হোয়াটস অ্যাপে কথোপকথনের একটি ভিডিও সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। যা সত্য নয় বলে দাবি করেন গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর। এ বিষয়ে রোহানুজ্জামান শুক্কুর বলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের কমিটি গঠনের পর থেকেই কিছু দুষ্কৃতিকারী তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিবাহিত এবং অছাত্র কতিপয় নেতা মহানগর ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে এবং বিভিন্ন কলেজ কমিটি গঠন প্রক্রিয়ায় ত্যাগীদের বঞ্চিত করে ৫ আগষ্টের পর আসাপদ প্রত্যাশীরা গুরুত্ব না পেয়ে তার বিরুদ্ধে লেগেছে। এরই অংশ হিসেবে ওই চক্রটি তার বিরুদ্ধে একটি মিথ্যা ভিডিওকল রেকর্ড বিভিন্ন মাধ্যমে প্রচার করছে। এ বিষয়ে গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.মাহমুদুল হাসান মিরন বলেন, রোহানুজ্জামান শুক্কুর একটি কুচক্রী মহলের গভীর ষড়যন্ত্রের শিকার। একটি ভুয়া ভিডিও ও তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তির চেষ্টা করছে। একই কথা বলেন, ভাওয়াল বদওে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের পদ প্রত্যাশী ছাত্রনেতা আবিব রহমান,স্বজল খন্দকার ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা ফজলে রাব্বি, কা.আ. কলেজ ছাত্রদল নেতা কাওছার আহাম্মেদ রাহাদ সহ অনেকেই। গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তুষার খান তার ফেসবুক আইডিতে লিখেন রাজনৈতিক সংঘঠনে পদ প্রত্যাশিদের মধ্যে প্রতিদ্ব›িদ্বতা বা প্রতিযোগিতা থাকবে সৌহাদ্যপূর্ণ একটি সুন্দর পরিবেশে। কিন্তু হিংসার বশবর্তী হয়ে কারো ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করা কোন ভাবেই কাম্য নয়। তিনি গাজীপুর মহানগর ছাত্রদল সভাপতি রোহানুজ্জামান শুক্কুর কে নিয়ে যারা অপপ্রচারে লিপ্ত দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here