Daily Gazipur Online

গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জগলুল গ্রেপ্তার

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতির সহযোগী গ্রেপ্তার জগলুল হায়দার।
একাধিক মামলায় অভিযুক্ত গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. জগলুল হায়দারকে (২৭) গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আজ সোমবার টঙ্গী পুলিশ এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার জগলুল হায়দার টঙ্গীর দত্তপাড়া শান্তির বাগ এলাকার মো. মেহের আলীর ছেলে।
পুলিশ জানায়, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থেকে জগলুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আাইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, আসামির বিরুদ্ধে ঢাকার পল্টন থানাসহ বিভিন্ন থানায় হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা যায়,গ্রেপ্তারকৃত জগলুল হায়দার গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের চাচা,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল।

যুবলীগ নেতা সম্রাটের সহযোগী সুনুম টঙ্গীতে গ্রেফতার
অপরদিকে গতকাল আলোচিত যুবলীগ নেতা সম্রাটের অন্যতম সহযোগী মাহিন জামান সুনুমকে (২৭) গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।শনিবার বিকালে স্থানীয় আনারকলি এলাকার এপেক্স এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহিন জামান সুনুম টাঙ্গাইল জেলা সদরের আকুরঠাকুর পাড়া গ্রামের এস এম কামরুজ্জামান ও ফাতেমা জাহান দম্পতির ছেলে। ফাহিম নামেও তার পরিচিতি রয়েছে বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমদ যুগান্তরকে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার মিরপুরে ছাত্রদের উপর গুলি চালানোর ফুটেজ দেখে সুনুমকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি গা ঢাকা দিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে এসে টঙ্গী মধুমিতা এলাকায় বসবাস করছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে যুবলীগনেতা সম্রাটের অন্যতম সহযোগী হিসেবে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে গাজীপুরের গাছা থানাসহ একাধিক থানায় মামলা আছে। মিরপুরে গুলি চালানোর ভিডিও ফুটেজও তাকে পাওয়া গেছে। সুনুমকে গাছা থানা পুলিশে সোপর্দ করা হবে।
গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন, টঙ্গীতে গ্রেফতার যুবলীগ নেতার সহযোগিকে গাছা থানার মামলায় আদালতে পাঠানো হবে।