গাজীপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি-অরুন, সম্পাদক-নারায়ন

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দুই বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধ্যায় নগরীর শিববাড়ি মন্দিরে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ডি এন চ্যাটার্জী।
দ্বি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাজীপুর মহানগর শাখার অরুন কুমার সাহাকে সভাপতি, নারায়ণ কুমার দাসকে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জিব রায় তপন ও সুকুমার সরকারকে সাংগঠনিক সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়।
অরুন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক দীপক পাল দিপু, পূজা উদযাপন পরিষদ গাজীপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ঠাকুর দাস মন্ডল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়কয় রতন কুমার দাস, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদসহ গাজীপুর মহানগরের নয়াটি থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here